Organic Plus
Energy Booster Plus
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনষ্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. এম. এ মালেক কর্তৃক প্রস্তুতকৃত।
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনষ্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. এম. এ মালেক কর্তৃক প্রস্তুতকৃত।
আমাদের এই Energy Booster Plus 19 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত সকলেই খেতে পারবেন।
জি না Energy Booster Plus এটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কেননা এটি ন্যাচারাল ও অর্গানিক সার্টিফাইড। যার জন্য Energy Booster Plus এটির কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
জি না, Energy Booster Plus এটি কোনো ওয়ান টাইম ওষুধ নয়। কেননা এটি খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (বিসিএসআইআর) কর্তৃক পরিক্ষিত। যা ড্রাগের মধ্যে পরে না। কারন ড্রাগের মধ্যে Energy Booster Plus এটি নিবন্ধিত হলে (বিসিএসআইআর) এটিকে সার্টিফিকেট প্রধান করতেন না। যার জন্য Energy Booster Plus এটি ওয়ান টাইম ওষুধের মধ্যে কোনো ভাবেই যুক্ত নয়।
আমাদের Energy Booster Plus প্রোডাক্টের বক্সের গায়ে, GMP Certified, 100% Organic Certified, USDA Organic Certified সহ Natural Certified এর প্রতিটি মোরক বা সিল দেয়া রয়েছে। যা দেখে আপনি ১০০% নিশ্চিত হতে পারবেন। Energy Booster Plus এটি সম্পুর্ন ন্যাচারাল ও অর্গানিক প্রোডাক্ট।
Energy Booster Plus এটির গায়ে QR Code স্কেনার রয়েছে, যা স্কেন করে দেখে নিতে পারবেন Energy Booster Plus এটি অরিজিনাল কিনা।
স্কেন করে যদি দেখেন:
Company Name: Organic Plus
Website: https://organicplus.com.bd
Phone Number: +88 01977220944
E-Mail: [email protected]
আমাদের Energy Booster Plus প্রোডাক্টের বক্সে লিখা রয়েছে Export Quality এবং কি কি কারনে পেয়েছি এই সার্টিফিকেট সেটিও উল্লেখ রয়েছে তার নিছেই।
যেমন : 1. ORGANIC 2. RAW 3. DETOXIFIED 4. HALAL 5. NON GMO
এই সকল বিষয়ে সার্টিফিকেট পেলেই একমাত্র এক্সপোর্ট কোয়ালিটি হতে পারে। যা শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো দেশে বাজারজাত করতে পারে। আশাকরি আমাদের Energy Booster Plus প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বুঝাতে পেরেছি।
সেক্সুয়াল কোর্সের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে নর্মাল কুসুম গরম পানি দিয়ে ১টি সাসেট মিশিয়ে খেয়ে নিবেন। যদি সম্ভব হয় তাহলে ১ কাপ হাল্কা গরম দুধ এবং ১ চামচ মধু মিশ্রিত উষ্ণ পানিতে মিশিয়ে পান করলে এর কার্যকরীতা আরো বেশি দীর্ঘস্থায়ী হয় ও বৃদ্ধি পায়।
১টি সাসেটের অর্ধেক পরিমান হালকা গরম পানি অথবা দুধের সাথে ১ চা চামচ মধু মিশ্রিত করে পান করবেন। অন্যান্য যৌন বাহিত সমস্যার জন্য সাসেটের অর্ধেক পরিমাণ ১টি লেবুর রস মিশিয়ে নিয়মিত খেলে উপকার পাওয়ার যায়।
যৌন সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য মাঝে মাঝে Energy Booster এর পাশাপাশি প্রতিদিন খাটি দুধ, পাকা কলা, দেশী মুরগীর ডিম, মধু, পানের সাথে রসুন ও কালোজিরা, ব্লাক কফি, জয়ফল কার্যকরী ভূমিকা পালন করে।
Copyright © 2024 OrganicPlus.com.bd